শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি টিআইবির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একে গণমাধ্যমের পেশাগত তথ্য প্রকাশের পথে অভূতপূর্ব প্রতিবন্ধকতা মনে করছে সংগঠনটি। গতকাল টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাত নিয়ে জনমনে যখন আস্থার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন এ গোপনীয়তা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি, জালিয়াতি ও অর্থ পাচারের মতো অপরাধীদের সুরক্ষা প্রদান করছে। এ চক্রটির হাতে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব জিম্মি হয়ে পড়েছে। এটা গোপন করতেই এ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞাকে শুধু স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশই নয় বরং ঔপনিবেশিক মানসিকতারও পরিচায়ক আখ্যা দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এর ফলে তথ্যপ্রাপ্তির সুযোগ কার্যত রুদ্ধ হবে। ব্যাংকিং খাতে কী হচ্ছে, কেন এবং কারা অর্থ লোপাটের ফলে লাভবান হচ্ছেন, তা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে। যা কোনোভাবেই সুবিবেচকের কাজ হতে পারে না।

সর্বশেষ খবর