শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সরকার তাপপ্রবাহের দায় এড়িয়ে যেতে পারে না : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত ১৫ বছরে উন্নয়নের নামে বনাঞ্চল উজাড় করা হয়েছে। প্রাণ-প্রকৃতি বিপদগ্রস্ত হয়েছে। দেশে তাপমাত্রা দ্রুত বেড়ে চলেছে। এর দায়ভার সরকার এড়িয়ে যেতে পারে না। গতকাল বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে সবচেয়ে কষ্টে আছে শ্রমজীবী মানুষ। তাদের এক বড় অংশের হাতে কাজ নেই, ঘরে খাবার নেই। এ পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা গুরুতর হুমকির মুখে। টানা ১৫ বছর ক্ষমতায় থেকে এ পরিস্থিতির দায় সরকার এড়িয়ে যেতে পারে না। তিনি আরও বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে তাপমাত্রা বৃদ্ধিজনিত জরুরি অবস্থা জারি করতে হবে। পাশাপাশি শ্রমজীবী পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রি ও বিশুদ্ধ খাবার পানি বিতরণের উদ্যোগ নিতে হবে।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, নূর ইসলাম, স্বাধীন মিয়া, জামাল সিকদার, আবদুল হালিম ভুঁইয়া, হাফিজুর রহমান রুবেল, আবুল হোসেন, নান্টু দাস প্রমুখ।

সর্বশেষ খবর