শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সরকারকে পাঁচ দিনের আলটিমেটাম ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের মধুখালীতে মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিককে হত্যার সঙ্গে জড়িতদের (দোষী) আগামী বুধবারের মধ্যে গ্রেফতার করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যথায় আগামী শুক্রবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন। গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মিছিল শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। তাদের মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি ঘুরে আবারও বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে এসে শেষ হয়।

‘ফরিদপুরের মধুখালীতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ হাফেজ কোরআন দুই সহোদয় শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগ উত্তর ও দক্ষিণ। মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দোষীদের গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করা হবে। আর এই অবৈধ সরকারকেও বিদায় করতে বাধ্য করা হবে ইনশা আল্লাহ। উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

 

সর্বশেষ খবর