রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সোনার দাম কমল ভরিতে ৬৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমেছে। এবার ভরি প্রতি দাম কমেছে ৫১৩ থেকে ৬৩০ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে গতকাল থেকেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এ ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে- সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। দাম কমেছে ৬৩০ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ৬০৬ টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের সোনার ভরিতে ৫১৩ টাকা কমে দাম হয়েছে ৯২ হাজার ৪০২ টাকা। তবে সনাতন পদ্ধতিতে ভরিতে ২০৪১ টাকা বেড়ে দাম হয়েছে ৭৬ হাজার ৮৪২ টাকা। অন্যদিকে সোনার    দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

সর্বশেষ খবর