সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাত খুনের রায় দ্রুত কার্যকর করার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ১০ বছরেও আলোচিত সাত খুন মামলার বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্য ও বাদীপক্ষের আইনজীবীরা। এ বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে গতকাল দুপুরে সর্বস্তরের আইনজীবীরা নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। এতে অংশ নেন নিহতদের স্বজনরাও। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীরের সহধর্মিণী নূপুর আক্তার, আইনজীবী চন্দন সরকারের ভগ্নিপতি প্রিয়তম কুমার দেবসহ অনেকে।

বক্তারা বলেন, সব প্রতিবন্ধকতা সরিয়ে এ মামলা অগ্রাধিকার ভিত্তিতে আপিল বিভাগে শুনানির ব্যবস্থা করতে হবে এবং যারা দোষী তাদের শাস্তি কার্যকর করার মাধ্যমে সাত খুনের মামলার পরিসমাপ্তি করতে হবে। এর মাধ্যমে নিহতের পরিবার ও নারায়ণগঞ্জবাসীসহ সারা দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

সর্বশেষ খবর