সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন করতে হবে

-প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমান বলেছেন, গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণসহ নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন করতে হবে। মন্ত্রী বলেন, প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ায় দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত হয়েছে। বেড়েছে গড় আয়ু এবং গড় উচ্চতা। আর এক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের অবদান অনস্বীকার্য। গতকাল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সর্বশেষ খবর