সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে

-প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। গতকাল সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আইনজীবীরা জানান, আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হলে মামলা নিষ্পত্তির হার ত্বরান্বিত হবে। এতে করে বিচার প্রার্থীরা উপকৃত হবেন। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে আটজন বিচারপতি রয়েছেন। গত ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগের দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সর্বশেষ খবর