বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার বিভিন্ন বয়সের ২০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে উদ্ধারের পর ৩০ এপ্রিল বেনাপোল চেকপোস্ট পথে ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দেশে ফিরে আসা কিশোর-কিশোরীরা জানায়, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে একাধিক সীমান্ত পথে দালালদের খপ্পরে পড়ে ভারতে পাচার হয়ে দিল্লি মুম্বাই কলকাতাসহ বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আটক হয়ে প্রায় এক বছর শেল্টার হোমে কাটিয়েছে। দেশে স্বজনদের কাছে ফিরতে পেরে তারা খুশি। দেশে ফিরে আসা কিশোর-কিশোরীদের নিতে কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে স্বজনরা ছুটে এসেছেন।

হস্তান্তর অনুষ্ঠানে পেট্রাপোল ইমিগ্রেশন ও হরিদাশপুর থানা পুলিশ কর্মকর্তাসহ ভারতের উত্তর চব্বিশ পরগনার প্রশাসনিক আধিকারিক মধুমিতা হালদার কলকাতা দূতাবাসের শিকদার আশরাফ হোসেন, বাংলাদেশ দূতাবাসের বিদোষ রায়, শার্শার এসিল্যান্ড নুসরাত ফারিয়াসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ইমিগ্রেশন পুলিশ বেনাপোল পোর্ট থানা পুলিশের মাধ্যমে দেশে ফিরে আসা কিশোর-কিশোরীদের  তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটকের পর এরা ভারতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি খুলনা, বাহেরহাট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, দালালের খপ্পরে পড়ে ভালো কাজের প্রলোভনে এক থেকে দেড় বছর আগে এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। পরে দাদালরা তাদের বিভিন্ন জনের নিকট বিক্রি করে দেয়। পাচার হওয়া কিশোরীদের বিভিন্ন ঝুঁঁকিপূর্ণ কাজে বাধ্য করে। এ সময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নাগরিকতা যাচাই শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর