বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী মো. আবদুর রহমানের সভাপতিত্বে এ সম্পর্কিত এক আলোচনা সভা শেষে এ কথা জানান মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিনের সঞ্চালনায় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, জননিরাপত্তা বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র‌্যাব সদর দফতর ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন, মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশন, সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন। সভায় মৎস্যমন্ত্রী বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের স্বার্থে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধকালীন শুধু আইন প্রয়োগ নয়, জেলেদের জীবিকানির্বাহের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে সহায়তাও প্রদান করা হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক ক্যাম্পেইন চালানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর