বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

নরসিংদীতে নগদের লুণ্ঠিত ১৬ লাখ টাকা উদ্ধার, আটক তিন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর দুই এজেন্টকে গুলি চালিয়ে ৬০ লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গ্রেফতাররা হলো- নরসিংদী সদরের শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০), মাধবদী থানার জীতরামপুর (চরদিগলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মো. হৃদয় (২৪) ও পলাশ উপজেলার ইছাখালী পশ্চিমপাড়ার মোশারফ মিয়ার ছেলে মো. সোলাইমান মিয়া (৩৭)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ৪ এপ্রিল সকালে নগদ-এর নরসিংদী অফিস থেকে দুই এজেন্ট মো. দেলোয়ার হোসেন পাঠান (৪০) ও মো. শাহিন (২৫) মোটরসাইকেলে ৬০ লাখ টাকা  নিয়ে রায়পুরা যাচ্ছিলেন। তারা আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালিয়ে ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় দেলোয়ার ও শাহীন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা হলে পরে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার পাঁচদোনা থেকে সন্দেহভাজন বিধান মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে এ ঘটনায় ১০ এপ্রিল রাতে  শিবপুর থেকে সন্দেহভাজন হৃদয় ও সোলাইমান মিয়াকে গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে নগদের লুণ্ঠিত ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত তিন আসামি গ্রেফতার ও ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে-ই-খুদা, শামসুল আরেফিন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর