বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

ঘুষ গ্রহণের মামলায় পাটকল কর্মকর্তার কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঘুষ গ্রহণের মামলায় খালিশপুর জুট মিলের সাবেক জিএম ও প্রকল্প প্রধান মোস্তফা কামালকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে মোস্তফা কামাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। মামলায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৯ সালে মিলের গার্ড কমান্ডার নুরুল আমিনের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন আসামি মোস্তফা কামাল। ঘুষ না দিলে তাকে গার্ড কমান্ডার পদ থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

এ বিষয়ে গার্ড কমান্ডার নুরুল আমিন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন এবং ২০১৯ সালের ৫ নভেম্বর মিলের প্রকল্প প্রধানকে ১০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। ওই টাকাসহ প্রকল্প প্রধানকে গ্রেফতার করে দুদক। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়। ২০২০ সালের ১৭ অক্টোবর মামলায় তদন্তে প্রকল্প প্রধান মোস্তফা কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপপরিচালক নাজমুল হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর