বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম কমল ভরিতে ৪২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম কমেছে ২৮০ থেকে ৪২০ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে গতকাল থেকেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এই ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। দাম কমেছে ৪২০ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৬ হাজার ২ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ৩৯৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ৩৩৮ টাকা কমে দাম হয়েছে ৯০ হাজার ৮৬৩ টাকা। আর সনাতন পদ্ধতিতে ভরিতে ২৮০ টাকা কমে দাম হয়েছে ৭৫ হাজার ৫৫৯ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর