বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। এতে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় বিশ্ব কল্যাণ কামনা করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনার মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ক্যাম্পাসের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠনের মধ্যে অন্যতম কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। জোটভুক্ত সংগঠনগুলোর দীর্ঘ পথচলায় রয়েছে নানা কীর্তি। ক্যাম্পাসে সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমে এসব সংগঠন বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করছে। ‘ভেঙেও আবার গড়তে জানে সে চির-সুন্দর! তোরা সব জয়ধ্বনি কর’- প্রতিপাদ্যে এ বছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে উৎসবটি উদযাপিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও অভিনয় করেছেন জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা। এতে মহানগর ও ক্যাম্পাসের অন্য সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর