শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

ইলিশ ধরা শুরু, ভোলা-চাঁদপুরের জেলেরা হতাশ

ভোলা ও চাঁদপুর প্রতিনিধি

ইলিশ ধরা শুরু, ভোলা-চাঁদপুরের জেলেরা হতাশ

টানা দুই মাস ভোলা ও চাঁদপুরে ইলিশ ধরা বন্ধ থাকার পর গত পয়লা মে থেকে আবার মাছ ধরা শুরু হয়েছে। তবে কাক্সিক্ষত মাছ না পেয়ে জেলেরা হতাশ। মাছের প্রজনন মৌসুম হিসেবে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে সব প্রকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই ভোলার মেঘনা নদীর ১০০ এবং তেঁতুলিয়া নদীর ৯০, মোট ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এতে প্রায় দেড় লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েন। নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন উদ্যোমে উৎসবমুখর পরিবেশে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। তারা আশা করেছিলেন নদীতে প্রচুর মাছ পাবেন। তাতেই পেছনের ধারদেনা পরিশোধ করে সচ্ছলতা ফিরে আসবে। কিন্তু জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। দু-চারটি যা মাছ পাওয়া যাচ্ছে তাতে তেল খরচও উঠছে না বলে জানিয়েছেন নাছির মাঝি মাছ ঘাটের জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। একইভাবে চাঁদপুরে প্রথম দিনে আশা অনুযায়ী মাছ না পাওয়ায় জেলেদের চোখেমুখে উৎকণ্ঠার ছাপ দেখা যায়। চাঁদপুর মাছ ঘাটের একাধিক জেলে অভিযোগ করে বলেন, অভিযানের সময়ে কিছু অসাধু জেলে গোপনে জাটকা মাছসহ অন্যান্য মাছ ধরেছে। যে কারণে মাছের আমদানি কম। তারা সরকারি সুযোগ-সুবিধা নিলেও মাছ আহরণ থেকে বিরত থাকেনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর