শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

বিএনপি ভয়ে নির্বাচনে অংশ নেয় না : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ভয়ে নির্বাচনে অংশ নেয় না : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব সময় ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে। যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে। এজন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যকে বিভ্রান্তিকর ও উসকানিমূলক উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে অর্ধ কোটি ভোটারকে একবার তালিকা থেকে বাদ দিয়েছিল বিএনপি। আবার ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল। যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর