শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে যাচ্ছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে যাচ্ছেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি নেতারা হতাশ বা ক্লান্ত নয়, বিএনপি নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছেন না। দেশ ছেড়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা। গতকাল রাজধানীর বাড্ডায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য উল্লেখ করে রিজভী আহমেদ আরও বলেন, ওবায়দুল কাদের সাহেবরা হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছেন। স্থানীয় বিএনপি নেতা বরকত আলীর সভাপতিতে বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. রফিকুল ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ভিপি শামসুল হক, আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান সেগুন, আবদুর রাজ্জাক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর