শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

রেলের ভাড়া বৃদ্ধি দুর্ভোগ নিয়ে আসবে : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, লাগামহীন মূল্যবৃদ্ধিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, সে সময় রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্বল্প আয়ের মানুষের জীবনে নতুন দুর্ভোগ নিয়ে আসবে। গতকাল দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ৪ মে থেকে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ১৫টি রুটে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে ‘হঠকারী ও মানুষের ওপর নতুন অত্যাচারের শামিল’ হিসেবে উল্লেখ করা হয়। সাইফুল হক বলেন, এতদিন পর্যন্ত রেল যাত্রায় ১০০ কিলোমিটারের অধিক ভ্রমণে ২০ থেকে ৩০ শতাংশ রেয়াত (ছাড়) দেওয়া হতো। এ সুবিধা প্রত্যাহার করায় প্রধান ১৫টি রুটে সুলভ, শোভন, শোভন চেয়ারে রেল ভাড়া ২০% ও প্রথম শ্রেণিতে ৩০% বাড়বে। তিনি আরও বলেন, রেলের মেগা প্রকল্পগুলোতে যেখানে শত শত, হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে।

২০০৯ সাল থেকে এ পর্যন্ত রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ঋণের ৭২ হাজার কোটি টাকা ব্যয় করার পরও লোকসান কমেনি। চুরি, দুর্নীতি, লুটপাট, অপচয় ও অব্যবস্থাপনার কারণেই রেলকে পঙ্গু করে লোকসানি খাত হিসাবে দেখানো হয়। এসব অপতৎপরতার দায় মানুষ কেন নেবে?

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর