শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে পরিবহন চাঁদাবাজ চক্রের ১১ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে চাঁদা আদায়ের সময় ১১ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মারুফ, ইমরান হোসেন, জাকির হোসেন, রায়হান, চয়ন, আপন, রুহুল আমিন, আল আমিন, তানজির, এহসান আহম্মেদ সজীব ও আরিফুল হাসান শাওন। গতকাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার ১২ হাজার ৩২০ টাকা এবং ১১টি লাঠি উদ্ধার করা হয়। গতকাল এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় পরিবহন চাঁদাবাজদের ধরতে অভিযান চালানো হয়।

অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় পরিবহন চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মারুফসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

 

 

 

সর্বশেষ খবর