শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

একযোগে কাজ করবে চসিক ও সিডিএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সমন্বয়হীনতা এড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠান দুটির শীর্ষ দুই কর্তা। গত বুধবার জাপান সফর শেষে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এ সময় দুজনই চট্টগ্রামকে এগিয়ে নিতে একযোগে কাজ করার ঘোষণা দেন। চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চসিক এবং সিডিএ-কে যৌথভাবে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর