শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম কমল ভরিতে ১৮৭৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম কমেছে ১২৮৩ থেকে ১৮৭৮ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। বাজুসের মূল্যতালিকায় দেখা গেছে সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা। দাম কমেছে ১৮৭৮ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৪ হাজার ১৯৫ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ১৮০৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ১৫৫২ টাকা কমে দাম হয়েছে ৮৯ হাজার ৩১১ টাকা। আর সনাতন পদ্ধতিতে ভরিতে ১২৮৩ টাকা কমে দাম হয়েছে ৭৪ হাজার ২৭৬ টাকা। সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর