শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামের পথে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পথে এমভি আবদুল্লাহ

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহ চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। সংযুক্ত আবর আমিরাতের মিনা সাকার বন্দর থেকে চুনাপাথর বোঝাই করার পর মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। আগামী ১১ বা ১২ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে।

কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘এমভি আবদুল্লাহ আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার টন চুনা পাথর বোঝাই করে। এরপর ফৌজিরা বন্দর যায় জ্বালানি নেওয়ার জন্য। মঙ্গলবার রাতেই চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা করে।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। গত ১৪ এপ্রিল জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে আল হামরিয়া বন্দরে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর