শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

দেশে সোনার কারখানা নির্মাণ হচ্ছে

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বাজুসের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘সায়েম সোবহান আনভীর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সভাপতি হওয়ার পর আমরা অনেক কথা বলতে পারছি। এটা আমাদের বড় পাওয়া। এখন আমরা আপনাদের স্বর্ণগুলো সেফটিতে রাখতে পারছি। এখন আর আগের মতো প্রশাসনিক হয়রানি হতে হয় না; এটা আমাদের কাছে অনেক কিছু। তিনি আপনাদের জন্য কিছু করা শুরু করেছেন, আগামীতে আরও করবেন।’ গতকাল জেলা শহরের একটি রেস্টুরেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের কেন্দ্রীয় সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন এসব কথা বলেন। মো. মোস্তাকিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুসের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন। আরও বক্তব্য দেন বাজুসের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বাসুদেব নন্দী প্রমুখ। অনুষ্ঠানে বাজুস নির্বাহী সদস্য রায়হান মাহমুদ, রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আমিনুর রহমান আমিনসহ জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজশাহী জেলা বাজুস কার্যালয়ে অপর এক মতবিনিময় সভায় জয়নাল আবেদীন খোকন বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প উজ্জ্বল সম্ভাবনাময় খাত হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। দেশেই সোনার কারখানা নির্মাণ হচ্ছে। বিদেশে স্বর্ণ রফতানির উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে এ ব্যবসার উন্নতি সাধনের জন্য বাজুস কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর