শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

তিন মাসে দুর্নীতির ১৫৬ কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

তিন মাসে দুর্নীতির ১৫৬ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ৩৩৬ টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দুদকের মামলার বিবরণ থেকে এ তথ্য জানা গেছে। এসব সম্পদের মধ্যে আছে ৩৬৮২ দশমিক ৩১ শতাংশ জমি, ২৬টি বাড়ি, চারটি প্লট, ১১টি দোকান, এগ্রোফার্ম, মিনিপার্ক, তিনটি গাড়ি এবং ফিশিং বোট। দুদক ১১টি নথিতে ব্যাংকে থাকা আরও অনেক টাকা অবরুদ্ধ করেছে। এর মধ্যে ১১৬টি ব্যাংক হিসাবে থাকা ৫৯ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৪৩ টাকা অবরুদ্ধ করা হয়েছে। ৩ কোটি ৬৫ লাখ টাকার ২৫টি সঞ্চয়পত্র এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ১৯ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৩৪৯ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর