শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

মুক্তচিন্তার মানুষের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মুক্তচিন্তার মানুষের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে : ফখরুল

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ মুক্তচিন্তার মানুষের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারবিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সাংবাদিক ও বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অন্তরিন রাখা হচ্ছে। ‘বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে’ গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, শুধু তাই নয়, কারাবন্দিদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে। গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার। মির্জা ফখরুল অবিলম্বে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর