শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্বনাথের প্রার্থীরা শিক্ষায় পিছিয়ে, সম্পদে এগিয়ে

উপজেলা পরিষদ নির্বাচন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথের প্রার্থীরা শিক্ষায় পিছিয়ে, সম্পদে এগিয়ে

বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যেসব প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তারা শিক্ষায় পিছিয়ে থাকলেও সম্পদের দিক থেকে রয়েছেন এগিয়ে। তাদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। ৮ মে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ প্রার্থী। হলফনামা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও সম্পদে এগিয়ে রয়েছেন। সবাই লাখপতি। আছেন কোটিপতিও। প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই স্বশিক্ষিত। দুজন পড়াশোনা করেছেন অষ্টম ও দশম শ্রেণি পর্যন্ত। একজন স্নাতকোত্তর।

হলফনামায় দেখা গেছে, প্রার্থীদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. কদ্দুছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক   আলতাব হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি শমসাদুর রহমান রাহিন, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন নিজেদের ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন। বাকি তিনজনের মধ্যে যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি আবদুল রোসন ওরফে চেরাগ আলী অষ্টম শ্রেণি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এবং উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ স্নাতকোত্তর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর