শিরোনাম
শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে ২৩ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কোনো গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ আসেনি। মাঝখানে ১০ দিন বন্ধ থেকে গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমারের সামান্য ভিতর থেকে শতাধিক রাউন্ড গোলাগুলির আওয়াজ বাংলাদেশের অভ্যন্তরের জামছড়ি এলাকায় এসেছে বলে জানান সীমান্তের কাছে বসবাসরত অনেকেই। একটি সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে কাউয়ার বিল নামক জায়গাতে অবস্থিত জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন একটি বিজিপি ক্যাম্প গতকাল ভোরে তুমুল যুদ্ধের মাধ্যমে দখলে নেন সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মির যোদ্ধারা। ফলে পিছু হটে বিজিপির অনেক সদস্য প্রাণরক্ষাই তাদের মধ্যে কিছু সদস্য বাংলাদেশের ভিতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করার আশঙ্কা প্রকাশ করেন সূত্রটি। নতুন করে আবার গোলাগুলির শব্দ আসাতে নতুন করে কিছুটা ভাবনায় পড়েছেন তিনিসহ অনেকেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর