শিরোনাম
শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ ও ভারত থেকে শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলার মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’। গতকাল সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার ও একুশে পদকজয়ী লেখক অধ্যাপক সনৎ কুমার সাহা। এরপর ভাষাসংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী ‘লেখক’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। শুভেচ্ছা বক্তব্য দেন হাসান আজিজুল হক সাহিত্য উৎসবের সদস্যসচিব হাসনাত আমজাদ। উদ্বোধন পর্ব শেষে প্রথম সেশনে কবিতাবিষয়ক আলোচনা ও কবিতাপাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্টমাস্টার জেনারেল (অব.) কবি শফিকুল আলম শফিক। এ পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন মোহাম্মদ কামাল, মাহবুবুর রহমান বাদশাহ, মাহী ফ্লোরা, সালাম তাসির, আউয়াল আনোয়ার, শাহনাওয়াজ প্রামাণিক সুমন, স ম তুহিন, মঈন ফারুক, হাবিবুল ইসলাম তোতা, রেহানা জামান, রেহানা সুলতানা শিল্পী, সিকতা কাজল, ওয়ালী উল ইসলাম, মাহফুজ মুজাহিদ ও শামীমা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর