শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে কার্জন হলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৭০। হাই কোর্ট মাজার রাস্তার ফুটপাত থেকে আরেক অজ্ঞাত ব্যক্তি, তার বয়স আনুমানিক ৪০ এবং জিগাতলার একটি ভবনে সিঁড়ি বেয়ে ওপরে উঠার সময় পড়ে গিয়ে ইব্রাহিম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। লাশগুলো বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা এবং গতকাল সকালে উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই রাশেদুল ইসলাম জানান, কার্জন হলের পাশের ফুটপাত থেকে উদ্ধার হওয়া লাশের বিষয়ে স্থানীয় লোকের মুখে তারা জানতে পেরেছেন ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির।  অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

একই থানার অন্য এসআই শামীম হোসেন জানান, হাই কোর্ট মাজারের ফুটপাত থেকে আরেক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক গতকাল সকাল ১০টায় মৃত ঘোষণা করেন। ঢামেক সূত্র জানায়, গতকাল সকালে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠার সময় হঠাৎ ইব্রাহিম মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামাপুর গ্রামে। তিনি জিগাতলার ওই ভবনেরই নিরাপত্তাকর্মী ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর