শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক

দাবদাহের কারণে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের দুই জেলা, চট্টগ্রাম বিভাগের এক জেলা এবং রংপুর বিভাগের চার জেলার সব স্কুল বন্ধ থাকবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদফতরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার (আজ) বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। তবে দাবদাহের কারণে যেসব এলাকায় তাপমাত্রা বেশি সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

আর পূর্ব ঘোষণা অনুযায়ী কাল রবিবার থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর