রবিবার, ৫ মে, ২০২৪ ০০:০০ টা

উগ্রবাদ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিনদের সেমিনারে আলোচকরা বলেছেন, বাংলাদেশের ধর্মভীরু মানুষের আবেগ কাজে লাগিয়ে উগ্রবাদ বিস্তারের চেষ্টা করে একটি চক্র। ধর্মের অপব্যাখ্যা হাতিয়ার করে তারা তরুণ ছাত্রছাত্রীদের বিচ্যুত করে। সমাজমাধ্যমে মানুষের ধর্মীয় অনুভূতি পুঁজি করে সমাজ ও দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় সর্বদা সচেষ্ট থাকে। এ ধরনের অপতৎপরতা সংবিধান পরিপন্থি। ইসলামের যে শিক্ষা, তারও বিরোধী। এদের হাত থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘অনলাইনভিত্তিক উগ্রবাদ প্রতিহতকরণে ধর্মীয় নেতাদের করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ এ সেমিনারের আয়োজন করে। প্রধান আলোচক ছিলেন ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, এমপি। আলোচনা করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন। মাওলানা মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্প্রীতি বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। আলোচনায় অংশ নেন সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা এহসান উদ্দীন, মহাসচিব মাওলানা মোহাম্মাদ নাছিম। সেমিনারে সরকারি কলেজ মসজিদে কর্মরত সাড়ে পাঁচ শ ইমাম-মুয়াজিনের চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর