সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

৭০ বছরের প্রাচীন সংবাদপত্র আমোদ

কুমিল্লা প্রতিনিধি

দেশের প্রাচীন সাপ্তাহিক সংবাদপত্র আমোদ। কুমিল্লা থেকে প্রকাশিত সংবাদপত্রটি সংবাদ ও ইত্তেফাকের পর নিয়মিত প্রকাশিত তৃতীয় প্রাচীন সংবাদপত্র। আমোদ তার নিরবচ্ছিন্ন প্রকাশনার ৭০ বছরে পদার্পণ করেছে। আমোদ পরিবারের সূত্র জানায়, ১৯৫৫ সালের ৫ মে থেকে কুমিল্লায় মোহাম্মদ ফজলে রাব্বী ‘আমোদ’ পত্রিকার প্রকাশনা শুরু করেন। আমোদ ছিল পূর্ব পাকিস্তানের প্রথম ক্রীড়া সাপ্তাহিক। পরে তা সাধারণ সংবাদপত্রে রূপ নেয়। প্রথম সংখ্যাটির মূল্য ছিল এক আনা। ১৯৯৪ সালের ২৮ নভেম্বর মোহাম্মদ ফজলে রাব্বী মৃত্যুবরণ করেন। এরপর আমোদ প্রকাশনার দায়িত্ব নেন তার সহধর্মিণী শামসুননাহার রাব্বী। শামসুননাহার রাব্বী ২০২১ সালের ২৫ জুন মারা যান। বর্তমানে ছেলে বাকীন রাব্বী সম্পাদনার দায়িত্বে রয়েছেন। আঞ্চলিক সংবাদপত্র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে আমোদ তার যোগ্য স্বীকৃতিও পেয়েছে। জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো এশিয়ার পাঁচটি সেরা আঞ্চলিক পত্রিকার একটি হিসেবে আমোদ স্বীকৃতি লাভ করে। সম্পাদক বাকীন রাব্বী বলেন, প্রতিটি মানুষ সকালে ঘুম থেকে উঠে বলে- একটি নতুন দিনের জীবন পেলাম। তেমনি আমরা প্রতি বৃহস্পতিবার সকালে আমোদ পত্রিকা ছাপা হওয়ার পর হাঁফ ছেড়ে বলি- আরেকটি সপ্তাহ পত্রিকা প্রকাশ করতে পারলাম। পেশা ও নেশার সঙ্গে সংবাদপত্র প্রকাশনা আমাদের কাছে ইবাদতের মতো। মানুষের ভালোবাসার কারণে এ দীর্ঘ সময়ের পথ পাড়ি দিতে পেরেছি।

সর্বশেষ খবর