মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা

নারায়ণগঞ্জ থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

র‌্যাব-১৩ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে রংপুরের কাউনিয়ায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ ঘটনার প্রধান আসামি শাহ আলমকে (৪০) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩-এর উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ। র‌্যাব জানায়, ধর্ষিতা শাহ আলমের জমিতে বাদাম রোপণ, আলু ও মরিচ তোলাসহ বিভিন্ন কাজ করতেন। কাজ বাবদ তিনি কয়েক দিনের মজুরি পাওনা হন। ২৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহ আলম ভিকটিমের বাড়ি পাওনা টাকা দেওয়ার জন্য যান।  বাড়িতে পুরুষ লোকের অনুপস্থিতির সুযোগে শাহ আলম ভুট্টা খেতে নিয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন। ধর্ষণের সময় ভিকটিম চিৎকার করলে ধর্ষক পালিয়ে যান। স্থানীয়রা এসে ঘটনার প্রমাণ পায়। একই দিন আসামি ঘটনাটি সালিশের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেন। পরে ভিকটিম মামলা করেন। মামলার পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন ধর্ষক।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোররাতে যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়। তিনি কাউনিয়া উপজেলার ঢুষমারা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর