শিরোনাম
মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা
খুলনা

সমন্বয়হীন খননকাজে বিটিসিএল ক্যাবল বিচ্ছিন্ন

ধীরগতির ইন্টারনেট ভোগান্তিতে গ্রাহকরা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা নগরীতে বিভিন্ন স্থানে সড়ক ড্রেন সংস্কারে সমন্বয়হীন খননকাজে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ছে। এতে টেলিফোনে যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। স্কেভেটর দিয়ে খননকাজে বেশি ক্যাবল কাটা পড়ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ক্যাবল পুনঃচালুর কাজ করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। জানা যায়, গত ২৫ এপ্রিল নগরীর পাওয়ার হাউস মোড়ে ড্রেন সংস্কার কাজে স্কেভেটর দিয়ে মাটি খননের সময় বিটিসিএলর দুই হাজার পেয়ারের (দুই হাজার গ্রাহক সংযোগ নিতে পারে) ক্যাবল কাটা পড়ে। এতে গোবরচাকা, শিববাড়ী, মজিদ সরণি ও সোনাডাঙ্গা এলাকার প্রায় সাড়ে তিন শ গ্রাহকের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে ক্যাবল কাটা পড়ায় আশপাশে ইন্টারনেট লাইন ধীরগতি হয়ে পড়ে। বিটিসিএল খুলনা উপমহাব্যবস্থাপক মো. বেঞ্জুর রহমান জানান, সারা শহরজুড়েই সিটি করপোরেশন ও ওয়াসা উন্নয়ন কাজে সড়কে খোঁড়াখুঁড়ি কাজ করছে। স্কেভেটর দিয়ে খননকাজে প্রতিদিনই কোথাও ক্যাবল কাটা পড়ে। পাওয়ার হাউস মোড়ে সড়কের যেদিকে ক্যাবল গেছে সেখানেই রাস্তা বড় করা হচ্ছে। স্কেভেটর দিয়ে খননের ফলে ক্যাবল কাটা পড়ে। এতে ভোগান্তি তৈরি হয় গ্রাহকদের। গত দুই দিন আগে সংযোগটি পুনঃচালু করা হয়। বিটিসিএল, খুলনা জিএম-১ মো. তারিকুল ইসলাম খান জানান, সংস্কার কাজে প্রতিদিনই বিভিন্ন স্থানে ক্যাবল কাটা পড়ে। ক্যাবল কাটা পড়লে দ্রুত মেরামত করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান বলেন, সারা বছর ধরেই খুলনায় সড়কে- ড্রেনে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। কোনো একটি সড়ক সংস্কারের কিছু দিনের মধ্যেই অন্য কোনো প্রতিষ্ঠান খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে। আর্থিক অপচয় ও ভোগান্তি কমাতে উন্নয়নকাজে সমন্বয় জরুরি।

 

সর্বশেষ খবর