শিরোনাম
বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা
৮০০ টাকার জন্য

কুকুরের সঙ্গে বেঁধে রাখা হলো রিকশাচালককে

সাভার প্রতিনিধি

কুকুরের সঙ্গে বেঁধে রাখা হলো রিকশাচালককে

সাভারে ৮০০ টাকার জন্য রবিউল ইসলাম (৪০) নামে এক রিকশাচালককে মারধর করে কুকুরের সঙ্গে শিকল দিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাঙারি ব্যবসায়ী মামুন হোসেনের বিরুদ্ধে। খবর পেয়ে রিকশাচালককে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। গতকাল সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি এলাকায় রিকশাচালক রবিউলকে শিকল দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। রবিউল তেঁতুলঝোড়ার ঋষিপাড়ায় পরিবার নিয়ে ভাড়া থেকে ঢাকায় রিকশা চালাতেন। অভিযুক্ত মামুন ভরালিতে ভাঙারি ব্যবসা করেন। রবিউল বলেন, ‘আমি আগে বিভিন্ন স্থান থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সে সময় মামুন আমার কাছে ৮০০ টাকা পেতেন। সে টাকার জন্য আমাকে ধরে এনে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে বেঁধে রাখেন। সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, ‘ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর