বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে টানা এক মাসের বেশি সময় তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড় কিংবা শিলাবৃষ্টি ছিল না। এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে। বৃষ্টির পর গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রোদ উঠেছে। বৃষ্টিতে ধুয়েমুছে গেছে গাছপালায় লেগে থাকা ধুলাবালু। এ বৃষ্টি আমসহ অন্যান্য ফসলের জন্য ভালো বলে কৃষি কর্মকর্তা ও কৃষকরা জানিয়েছেন। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ৩০ মার্চ রাতে রাজশাহীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে তাপমাত্রা বাড়তেই থাকে। রাজশাহীতে এপ্রিল মাসে ৩৬ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টানা ২৮ দিন। এর মধ্যে তীব্র তাপপ্রবাহ ছিল ১৩ দিন। ৩০ এপ্রিল ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের দিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও রাজশাহীতে বৃষ্টির দেখা মিলছিল না। তবে কয়েক দিন ধরে তাপমাত্রা কমে আসছিল। দুই দিন মোটামুটি ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গতকাল বৃষ্টির পর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন তাপপ্রবাহের পর বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় তেমন ঝোড়ো বাতাস ছিল না। তবে আপাতত আর বৃষ্টি হচ্ছে না। এদিকে টানা তাপপ্রবাহে জনজীবন অস্বস্তির মধ্যে পড়েছিল। বৃষ্টির অভাবে টিউবওয়েলগুলোতে পানি উঠা বন্ধ হয়ে যায়। খেতখামার শুকিয়ে ফসলেরও ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আম-লিচুর, খরায় ঝরে গেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোছা. উম্মে ছালমা বলেন, সব ফসলের জন্যই এ বৃষ্টি ভালো। আম, লিচুর জন্য তো কথাই নেই। বৃষ্টির অভাবে অনেক শাকসবজি কৃষক ফলাতে পারেননি। এখন আর সমস্যা নেই। খেতে থাকা ধানের খুব বেশি ক্ষতি হবে না। বৃষ্টির কারণে হয়তো এক-দুই দিন একটু ধান তুলতে সমস্যা হবে।

সর্বশেষ খবর