বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

গোপন বুথে সিসি ক্যামেরা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষের গোপন বুথের ঠিক ওপরেই ছিল সিসি ক্যামেরা। দুপুরের দিকে বিষয়টি ভোটারদের নজরে এলে তারা ভোট দিতে আপত্তি জানায়। ভোট কক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান এসব ক্যামেরা স্কুলে আগে থেকেই লাগানো হয়েছে এবং এখন সব ক্যামেরা বন্ধ আছে। ভোট দিতে আসা ভোটার রিভা বেগম জানান, ভোট কক্ষের গোপন বুথের ঠিক ওপরে থাকা ক্যামেরা সচল রয়েছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর