বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

চার বিষয়ের শিক্ষার্থীদের চাকরির সুযোগ বাড়ছে, পিছিয়ে নারীরা

বিএলএসের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

আগামী দশকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এই চারটি বিষয়ে কর্মসংস্থান অন্যান্য পেশার তুলনায় দ্বিগুণেরও বেশি হারে বাড়বে। ইউএস ভিত্তিক প্রতিষ্ঠান-ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস) ২০১৯-২৯ এর তথ্য বলছে, এই বিষয়গুলো থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২০২৯ সালের মধ্যে ৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এসব বিষয়ে পাস করা শিক্ষার্থীদের মধ্যে চাকরির সুযোগ দ্রুত বাড়লেও এসবক্ষেত্রে তুলনামূলক পিছিয়ে নারীরা। নারীদের প্রতিনিধিত্ব মাত্র ১৪ শতাংশ। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৭০০ জনের অধিক শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার ও অ্যালামনাই সদস্যদের ওপর জরিপ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেদারল্যান্ডস দূতাবাসের বিজনেস ডেভেলপমেন্ট উপদেষ্টা অসিম রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদা নাজনীন প্রমুখ। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ করার লক্ষ্যে দেশের রূপকল্প ২০৪১ গ্রহণ করা হয়েছে, যা এখন গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীরা যদি পিছিয়ে থাকে, তাহলে প্রযুক্তির যুগে এই দেশ কখনোই পুরোপুরি উন্নত হবে না।

সর্বশেষ খবর