শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আজ (শুক্রবার) একযোগে সারা দেশের ২২টি কেন্দ্রে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট বা ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ অনুষদে ৩ হাজার ৬২৯টি আসনের বিপরীতে এবার ভর্তির জন্য লড়াই করবেন ৪০ হাজার ১১৬ শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে পরীক্ষা দেবেন ১৭ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী।

এর মধ্যে মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৫১৩ জন, উইলস লিটল ফ্লাওয়ার কলেজ ৩ হাজার ৪৮০ জন, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল ১ হাজার ২৪৫ পরীক্ষার্থী।

সর্বশেষ খবর