শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা
শিশু অপহরণ চেষ্টা

১৪ বছরের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে শিশু অপহরণ চেষ্টার দায়ে শহিদুল্লাহকে (৫৭) ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা। মামলার রায় ঘোষণার সময় আসামি মো. শহিদুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে বান্দরবান কারাগারে পাঠানো হয়। আসামি মো. শহিদুল্লাহ কক্সবাজার জেলার মহেশখালীর ধইলার পাড়ার বাসিন্দা। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বাসিং থুয়াই মার্মা এ তথ্য নিশ্চিত করে বলেন, বাদী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষীসহ সব সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শহিদুল্লাহকে ১৪ বছরের কারাদ সহ ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশের রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ জুলাই অসুস্থ ছেলেকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান আবদুল মান্নান।

সে সময় তিনি, তার স্ত্রী ও তাদের পাঁচ বছর বয়সী শিশুকন্যাও সেখানে থাকেন। ১২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মেয়ের চিৎকারে ঘুম ভাঙে আবদুল মান্নানের। আসামি শহিদুল্লাহ জোরপূর্বক শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে আসামিকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুকন্যার বাবা আবদুল মান্নান বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর