শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর কাছে বিএফডিসির রেডি টু কুক ফিশ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল গণভবনে এ সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় একটি মিল্কিং মেশিনও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ ধরনের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিশ কার্যক্রমের ফলে কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন। তিনি কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণে রেডি টু কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দূরদর্শী দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী এ সময় ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মোট ৪০ প্রজাতির মাছ ‘রেডি টু কুক’ হিসেবে স্থায়ীভাবে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্টগ্রাম মৎস্যবন্দরে বিপণন করা হচ্ছে। এ ছাড়া ঢাকা শহরের ১৬ স্পটে ছয়টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে বিএফডিসি রেডি ফিশ বাজারজাত করা হচ্ছে। অনলাইন, ই-কমার্স প্ল্যাটফরমের মাধ্যমেও বিএফডিসি রেডি টু কুক ফিশ বাজারজাত করা হচ্ছে।

সর্বশেষ খবর