শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

শ্যামাসুন্দরী খাল নিয়ে আশার কথা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের ময়লা-আবর্জনা অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আশার কথা শোনালেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল দুপুরে রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মেয়র বলেন, ১১ মে নগরীর চেকপোস্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত শ্যামাসুন্দরী খালের ৫ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এতে সহযোগিতা করবে রংপুর সিটি করপোরেশন।

এ দিন সকাল ৯টায় রংপুর স্টেডিয়াম মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে সিটি করপোরেশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন। বিডি ক্লিনের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে পরবর্তীতে শ্যামাসুন্দরীর বাকি অংশে সিটি করপোরেশন পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করবে।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ সিটি করপোরেশনের কাউন্সিলররা।

সর্বশেষ খবর