শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

পুলিশ সুপারের বাবার বিরুদ্ধে মামলা

৬ কোটি ১৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামানের বাবা আবুল কাশেমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম মামলাটি করেন।

মামলায় ৬ কোটি ১৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ পরিমাণ অর্থের সম্পদ তার ভোগদখলে রয়েছে। তিনি দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৮২ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। তার বাড়ি দিনাজপুর সদরের চুড়িপট্টিতে।

গতকাল দুদকের প্রধান কার্যালয় সূত্র জানিয়েছে, আবুল কাশেম ২০২০ সালের ৫ ফেব্রুয়ারিতে তার নামের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। এর মধ্যে তিনি ৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর ও ১৬ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদসহ ৩ কোটি ৬৯ লাখ টাকার দায়-দেনার হিসাব বিবরণী দাখিল করেন। তার হিসাব যাচাইকালে ৩ কোটি ৮১ লাখ ৯৮ টাকার স্থাবর সম্পদ ও ৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। আসামি আবুল কাশেমের দাখিল করা অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার টাকা। ব্যবসার পুঁজি ৩ কোটি ২৩ লাখ টাকা গোপন ধরা হয়নি, কারণ তিনি ওই তথ্য সম্পদ বিবরণীতে দাখিল না করলেও আয়কর নথিতে দাখিল করেছেন। তবে দুদকের অনুসন্ধানে দেখা যায়, তিনি ৬ কোটি ১৮ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুদক আইন লঙ্ঘন করেছেন।

সর্বশেষ খবর