শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

ছাত্রলীগ ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করবে : গণপূর্ত মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছাত্রলীগ ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করবে : গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ছাত্রলীগ আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন- স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করবে। পাশাপাশি বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্ত ও বৈষম্যমুক্ত সমাজ বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে এগিয়ে নিয়ে যাবে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সভায় সভাপতিত্ব করেন। কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ। সহসভাপতি হাজি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভা, সুরাফ মিয়া সোহাগ, অর্থবিষয়ক সম্পাদক সাকিব আল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।

কর্মী সমাবেশের আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর