শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

বান্দরবানে কেএনএফের আরেক সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণ মামলায় কুকি-চিন নেতা সানজু খুম বমকে (৩৮) আটক করেছে র‌্যাব-১৫। গতকাল র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বান্দরবান সদরের ফারুকপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানজু খুম বম নিজেকে ফারুকপাড়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সভাপতি বলে স্বীকার করেন। এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, সানজু খুম বমকে র‌্যাব সদর থানায় হস্তান্তর করে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, বৃহস্পতিবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হকের আদালতে সানজু খুম বমকে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠান আদালত।

রুমা ও থানচির তিনটি ব্যাংক ডাকাতির মামলায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ২২ জন নারী সদস্য রয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর