শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্বে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে

-অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে তোমাদের। লেখাপড়া না করলে দেশের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। ভালো মানুষ হতে হবে, লেখাপড়া করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম চালু করে অন্যের ওপর নির্ভরশীলতা চিরতরে মুছে দিতে কাজ করছে সরকার। গতকাল চট্টগ্রামের আনোয়ারার মাহাতা পাটানীকোঠা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, উপজেলার ইউএনও ইশতিয়াক ইমন, ডা. নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর