রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম বাড়ল এবার ভরিতে ১৮৩২ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম বেড়েছে ১২৪৯ টাকা থেকে ১৮৩২ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলঙ্কার তৈরির এ ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা। এ ক্ষেত্রে দাম বেড়েছে ১৮৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছে ১৭৫০ টাকা। এখন প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের দাম প্রতি ভরিতে ১৫০৫ টাকা বেড়ে এখন হয়েছে ৯৫ হাজার ৯৬০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১২৪৯ টাকা বেড়ে দাম হয়েছে ৭৯ হাজার ৩৩৯ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

 

সর্বশেষ খবর