রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পাবলিক পরীক্ষার ফল প্রকাশের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঝঝঈ লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন ছাত্র-ছাত্রী এ পাবলিক পরীক্ষায় অংশ নেয়।

সর্বশেষ খবর