রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

ড্রাইভিংয়ের আড়ালে মাদক ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ে গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো. তুহিন (৩৮) ও মো. সোহেল (২৮)। শুক্রবার রাতে জোরারগঞ্জ থানার খান সিটি সেন্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটি থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া করে মাদকসহ দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ড্রাইভিং পেশার আড়ালে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে তারা চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদকব্যবসায়ী ও সেবনকারীর কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। দুজনকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর