রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

পটকার কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিস্ফোরণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসনিম বুশরার মৃত্যুর ঘটনায় পটকা তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের সাতমাথা মালতিনগর ও ভাটকান্দি এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এজাজুল হক ডনেল, জহিরুল ইসলাম মানিক, রুহুল মনির, খোরশেদ আলম চান, আবুল কালাম আজাদ, নিহতের পিতা আলী হোসেন বাবু, মা সালমা বেগম, আলামিন, মানিক, ইমরান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবাসিক এলাকায় পটকা তৈরি বন্ধসহ বিস্ফোরক দ্রব্য মজুদকারীদের আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের কারণে এই কোমলমতি শিক্ষার্থীর আকালে প্রাণ ঝরে গেল। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। বাড়িতে বিস্ফোরক দ্রব্য মজুদকারী ব্যবসায়ীদের কঠিন শাস্তির দাবি জানায় তারা।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার রেজাউল ইসলাম ও রাশেদুল ইসলামের বসতবাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হয় শিক্ষার্থী তাসনিম বুশরার। এরপর গত ৪ মে রাত সাড়ে ৮টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সর্বশেষ খবর