রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

পোশাকশিল্পের তিন চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি

গোল টেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক

দেশের পোশাকশিল্পের টেকসই উন্নয়ন ও বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে জরুরিভিত্তিতে তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি। এগুলো হচ্ছে- ডিকার্বোনাইজেশন, স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণের পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং চতুর্থ শিল্পবিপ্লব বা উৎপাদন পদ্ধতিতে প্রযুক্তির স্বয়ংক্রিয়করণের প্রভাব।

গতকাল রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠকে উত্থাপিত বুনন-২০৩০ নীতিনির্ধারণী আলোচনা শীর্ষক মূল প্রবন্ধে এই অভিমত ব্যক্ত করেন বিজনেস কনসালটেন্সি প্রতিষ্ঠান লাইটক্যাসেল পাটনার্সের পরিচালক জাহেদুল আমিন। লাইটক্যাসেল পাটনার্স ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. এম মাসরুর রিয়াজ। বক্তব্য রাখেন এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আইনি ইসলাম। মূল প্রবন্ধে বলা হয়, সবচেয়ে বেশি সংকট আসছে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে (এলডিসি) থেকে উত্তরণের পর। এতে আরও বলা হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ২০২৩ সালের তথ্যানুযায়ী বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বৈঠকে বক্তব্য আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক আরিফুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক আবদুর রহিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সেলিম হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, দি এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ প্রমুখ। 

সর্বশেষ খবর